বাঁশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, মাদক এবং কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার সকালে বাঁশখালী সেনা ক্যাম্পের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডের বাসিন্দা বদিউল আলম (৫০) এবং দীপেশ চক্রবর্তী (৪০)

স্থানীয় সূত্র জানা যায়, মাদক ব্যবসায়ী বদিউল আলম এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বাঁশখালী সেনা ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তাকে গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার অর্থযোগান দাতা হিসাবে দীপেশ চক্রবর্তীর নাম বললে তার বাড়িতেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসা থেকে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি লাঠি (বাটন), একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি কার্তুজ, আমদানকিৃত মদ এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের ব্যাপারে বাঁশখালী সেনা ক্যাম্প কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেন এলাকায় কোনো ধরনের সহিংসতা এবং নাশকতা না হয় তার জন্য প্রশাসন গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। তারই প্রেক্ষিতে পরিচালিত অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল ৪ বসতঘর