বাঁশখালীতে দুর্ঘটনা রোধে নৌপথে লবণ পরিবহনের সিদ্ধান্ত

প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কে লবণাক্ত পানি বাহিত যে কোন গাড়ি চলাচলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরতা অবলম্বন করা হচ্ছে। প্রধান সড়কে লবণ পরিবহন ও লবনাক্ত পানি বাহিত মাছের গাড়ি চলাচল করতে গিয়ে সড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা সংগঠিত হয়ে প্রানহানি থেকে নানা ধরনের দুর্ঘটনা হচ্ছে। প্রধান সড়কে লবন পরিবহনে চলাচল ঝুঁকিপুর্ণ হয়ে পড়ায় বিকল্প নৌপথে লবণ পরিবহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

 

গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, থানার ওসি মো. কামাল উদ্দিন, কাউন্সিলর মো. আনছুর আলী তালুকদার, ব্যবসায়ী মো. আবু আহমদ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার লবণ পরিবহন নৌপথে করার আহ্বান জানানো হয়,তাছাড়া কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, মহেশখালী সহ দক্ষিঞ্চালের যে সব লবণ পরিবহন এবং লবনাক্ত পানিবাহি মাছের গাড়ি তাদের বিকল্প পথে চলাচল করার আহবান জানানো হয়। না হয় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টর মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে ব্যবসায়ীদের জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকাল জমিয়তুল ফালাহ মাঠে পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব কাল