বাঁশখালীতে নামে-বেনামে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে দুটি বেসরকারি হাসপাতালসহ ৩টি ল্যাব সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
অনুমোদনহীন ও অনেকটা প্রয়োজনীয় কাগজপত্রছাড়া এসব বন্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা থাকলেও অভ্যন্তরীণ নানা কারণে হয়ে উঠেনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাঁশখালী পৌরসভায় অবস্থিত বাঁশখালী পেসেন্ট কেয়ার হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল, সিটি ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং লাইসেন্স বিষয়ে তাগাদা প্রদানপূর্বক মৌখিকভাবে সতর্ক প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প :কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মোহাম্মদ মারজুক এবং স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ আকবর সহ বাঁশখালী থানা পুলিশের সদস্যগণ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প:প :কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার বলেন, বেসরকারি এসব হাসপাতাল ও ল্যাব বিগত দিনে অনেকবার তাগাদা দেওয়া হলেও তারা অনুমোদনের কাগজপত্র দিতে না পারায় বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।