বাঁশখালীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রোধে অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান ও চট্টগ্রাম ওষুধ অধিদপ্তরের সহকারী পরিচালক সায়মা ছিদ্দিকা এ অভিযান পরিচালনা করেন। তারা জানান, বাংলাদেশ ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় পৌরসভার জলদীতে ইসলামিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা ও আস্করিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।












