বাঁশখালীতে দুই তরুণের কারাদণ্ড

মাদক সেবন

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মাদক সেবনের অপরাধে দুই তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পশ্চিম নাপোড়ার আশীষ দাশের ছেলে জয় কুমার দাশ (২৩) ও শীলকূপের টাইম বাজার এলাকার সুকুমার দাশের ছেলে সুদীপ্ত দাশ (২০)। পুলিশ সূত্রে জানা যায়, টাইম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের দায়ে দুই তরুণকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর বিধি মোতাবেক আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ ও মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআজ টিআইসিতে প্রফেসর শায়েস্তা খানের স্মরণসভা
পরবর্তী নিবন্ধইডেন নূর ইংলিশ স্কুলের পুরস্কার বিতরণী