বাঁশখালীতে দুই টেক্সির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আজগর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের কালীপুর ইউনিয়নের গুনাগরি এ গণি প্লাজার উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. আজগর হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার শিব্বির আহমদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শীলকুপ থেকে সিএনজি টেক্সিযোগে চট্টগ্রাম শহরে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

রামহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজগর হোসেন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক প্রেরণ করা হয়। তিনি সেখানে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিভিন্ন কোম্পানির নকল সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক উন্নয়ন কাজে বাধা, প্রতিবাদে মানববন্ধন