বাঁশখালীতে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল জনতা

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদ আজগর (৪৫) ও মোহাম্মদ পাবেল (৩০) নামে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এদের বাড়ি যথাক্রমে বাঁশখালী ও বোয়ালখালী উপজেলায়। গতকাল রোববার ভোর চারটার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ভোরে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। খবর বাসসের।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত জনগণ গতকাল তাদেরকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোর্পদ করে।

এই চক্রটি উপজেলার কালীপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে মোটরসাইকেল, গভীর নলকূপের হাতল, নির্মাণাধীন ভবনের লোহাসহ যা পায় তাই চুরি করে নিয়ে যায়। এছাড়াও ভোরে ও গভীর রাতে সড়কে গাছ ফেলে বিদেশফেরত যাত্রী, মাছ বোঝাই ট্রাক ও লবণের গাড়ি আটকে তাদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে