বাঁশখালীতে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আলোকিত চাঁপাছড়ি আয়োজিত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ শুক্রবার রাত ১১ টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় মধ্যম চাঁপাছড়ী এলজিসি ইউনাইটেড এসোসিয়েশন ফুটবল দল ১০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে। খেলা শেষে বাঁশখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন চৌধুরী উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। খেলার উদ্বোধক ছিলেন মহিউদ্দীন জাহাঙ্গীর। বিশেষ মেহমান ছিলেন আবু তাহের ও তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আবু তাহের, খান দেলোয়ার, নিজাম উদ্দিন, সরওয়ার আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের সাদামাটা উদ্বোধন
পরবর্তী নিবন্ধকলকাতাকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু