বাঁশখালীতে দস্যুতা মামলার দুই আসামি গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৬ অপরাহ্ণ

বাঁশখালী ইকোপার্কের ঘুরতে যাওয়া পর্যটকের ওপর চালানো ভয়াবহ দস্যুতা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শীলকূপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শগ্রাম এলাকার মোঃ কামাল (৩০) এবং একই এলাকার মোঃ আরিফ (২৪)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার দিকে ইকোপার্কে ঘুরতে গেলে ঝুলন্ত ব্রীজের উত্তর পাশে মামলার বাদীনী রুমা (২২) ঘোরাঘুরির এক পর্যায়ে হঠাৎ মামলার আসামিরা ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। শরীরের বিভিন্ন নীলা ফুলা জখম বাদীনীদের ২টি মোবাইল ও নগদ ৭০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মামলার পর পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি শনাক্ত করে অভিযান চালায়। আসামি মোঃ কামাল (৩০) ও মোঃ আরিফ (২৪) কে আজ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দুই আসামি দস্যুতা সংঘটনের কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে মধ্যরাতে চট্টগ্রামে ৪ ফ্লাইট, যাত্রীদের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে ডাকাত চক্রের ৭ সদস্য ধরা, উদ্ধার অস্ত্র