চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত “তারুণ্যের উৎসব” জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাঁশখালী পৌরসভা একাদশ ১–০ গোলে কালীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলম। এ সময় বাঁশখালী সহকারি কমিশনার (ভূমি ) মোঃ জসীম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, বাহারছড়ার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাষ্টার মোহাম্মদ লোকমান, বিএনপি নেতা ও সমাজসেবক রাসেল ইকবাল মিয়া, জামায়াত নেতা মাওলানা ইসমাঈল, মাওলানা আরিফ উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ ক্রীড়া সংগঠকগন উপস্থিত ছিলেন। খেলার ধারাভাষ্যকার ছিলেন ক্রীড়া সংগঠক নাছির উদ্দিন। রেফারি ছিলেন বিটুরাজ বড়ুয়া। এ সময় বক্তারা বলেন তারুণ্যের উৎসব অনূর্ধ্ব–১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বেশ সাড়া জাগিয়েছে । এতে সবার অংশগ্রহণ মাঠের চারপাশে দর্শকের উপস্থিতি তা স্মরণ করিয়ে দেয় ।