বাঁশখালীতে ডাম্পার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ বালু পরিবহন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুইছড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে বালুবোঝাই একটি মিনি ডাম্পার ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব পুঁইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে স্লুইস গেটসংলগ্ন কুইন্যা ভিটার ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি মিনি ডাম্পার ট্রাকে করে বহদ্দারহাট হাট এলাকার দিকে নিয়ে যাওয়ার সময় সেটি জব্দ করা হয়।

এ সময় নুরুল আলম (২৭) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫() ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করবেন না মর্মে তিনি মুচলেকা দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধহালদার মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান