বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গণপিটুনি

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের উপকূলীয় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল শনিবার সন্ধ্যায় গণপিটুনির শিকার মো. ওয়াসিম (২৮) খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা এলাকার শফিক আহমেদের পুত্র। তার বিরুদ্ধে বাঁশখালী, কর্ণফুলী ও কুতুবদিয়া থানায় মামলা রয়েছে বলে জানা যায়। খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার বলেন, ইউনিয়নের উপকূলীয় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনগণ ঘেরাও করে। এ সময় বেশ কয়েকজন সাগরে ঝাঁপ দিয়ে ও নানাভাবে পালিয়ে গেলেও ডাকাত মো. ওয়াসিমকে গণপিটুনি দিয়ে চৌকিদার দফাদারের সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়। গতকাল রাতে মো. ওয়াসিমকে থানায় আনা হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানা সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সৈকতে বৃদ্ধার লাশ
পরবর্তী নিবন্ধভেঙে পড়ল বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ