বাঁশখালীতে ‘সম্প্রদায় ভিত্তিক পুনর্বাসনের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থপূর্ণ অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি’ প্রকল্পের আওতায় গত ৮ ডিসেম্বর বাহারছড়া বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদ। প্রধান অতিথি বলেন, এই ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা সমাজে সাম্য প্রতিষ্ঠা ও প্রতিবন্ধী শিশুদের ইতিবাচক মনোভাব তৈরিতে অত্যন্ত সহায়ক। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার এই ব্যতিক্রমী উদ্যোগটি সত্যি প্রশংসার দাবিদার। বিশেষ অতিথি যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাঈদুল আরেফীন বলেন, শিশুদের মান সম্মত লেখাপড়ায় মনোনিবেশ করার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে মানসিক বিকাশ ও শারীরিক চিত্তবিনোদনের দিকেও খেয়াল রাখতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন গুপ্ত। বক্তব্য রাখেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক ও শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস । যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলাপমেন্টের (সিভিডি) সহযোগিতায় অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে প্রতিবন্ধী শিশু এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভাপতি তাঁর বক্তব্যে ভবিষ্যতে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












