প্রতিবন্ধী যুব শিশু নারীদের নিয়েই গঠিত ইম্প্যাক্ট গ্রুপ। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় জীবন ঘনিষ্ট কাজ করার প্রত্যয়ে গঠিত এই ইম্প্যাক্ট গ্রুপ বাঁশখালীর তৃণমূলে প্রতিবন্ধী যুব নারী ও শিশুদের একই কাতারে নিয়ে এসে প্রবেশগম্যতা সরকারি বেসরকারি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য, কৃষিজ, প্রাণিজ সম্পদ ব্যবস্থাপনায় নিজেরাও সমাজ অংশীদারিত্বে কাজ করতে উদ্যমী হয়েছে। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) আয়োজিত গঅচরহঈইজ ঢ়ৎড়লবপঃ এর আওতায় গুণাগরীস্থ জেএসইউএস বাঁশখালী কার্যালযে প্রতিবন্ধী শিশু ও যুবদের সমন্বয়ে গঠিত ইমপ্যাক্ট গ্রুপে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যদের নিয়ে সরকারি বেসরকারি সেবা প্রাপ্তি, প্রকল্পের চলমান কার্যক্রম প্রসঙ্গ প্রবেশগম্য সুবিধার উপযোগীতা, দৈনন্দিন জীবন মান উন্নয়নে বাঁধা বিঘ্ন দূরীকরণ, স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসী করাসহ সমাজ জীবনে ন্যায়সঙ্গত তথ্য ও তথ্যের নিয়মিত আদান প্রদানের মাধ্যমে একটি প্রতিবন্ধী বান্ধব টেকসই পরিবেশ নির্মাণের অঙ্গীকারে স্ব স্ব মতামতের এ প্রতিফলন ঘটানো হয়। জেএসইউএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এবং প্রতিষ্ঠাতা–পরিচালক সাঈদুল আরেফীনের উপস্থিতিতে আয়োজিত এ ইম্প্যাক্ট গ্রুপের প্রতিবন্ধী যুব নারী ও পুুরুষ সদস্যরা আগামীতে সুন্দর কর্মপরিকল্পনার মাধ্যমে স্ব স্ব এলাকায় সকল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রকল্পের প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিকের সঞ্চালনায় সভায় প্রতিবেদন পাঠ করে শোনানো হয়। বক্তব্য রাখেন লিয়াকত হোসেন, জান্নাতুল ফেরদৌস, মো.আবদুল্লাহ তূষার,মোছা. জোবাইদুন্নাহার,মো. রাজিব,মোছা. লাভলী আক্তার,প্রভাস চন্দ্র, মো, ইকরাম আলী, মোছা. আম্বিয়া খাতুন, রূপসী রানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।