বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী বাজার এলাকায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন শিবির নেতা রাকিব, যুবদল নেতা নয়ন মনি এবং ছাত্রদলের এনামুল হক। নয়ন দক্ষিণ জেলা যুবদলের সহ–ধর্ম বিষয়ক সম্পাদক।
আহত রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বাঁশখালীর বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে জামায়াত–শিবির হামলা করেছে অভিযোগ এনে গতকাল রাতে মোশারফ আলী বাজারে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার গত রাত ১২টায় আজাদীকে জানান, বাহারছড়ায় জামায়াত ও বিএনপির মধ্যে ইট–পাটকেল ছোড়াছুড়ি হয়। এতে কয়েকজন আহত হয়েছে। থানা পুলিশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত।