বাঁশখালীতে জামায়াতের যুব বিভাগ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বৈলছড়ি একাদশ চ্যাম্পিয়ন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:২০ অপরাহ্ণ

বাঁশখালীতে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা যুব বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বৈলছড়ি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার বিকেলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৈলছড়ি ইউনিয়ন একাদশ ২১ গোলে পুঁইছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের (সাতকানিয়ালোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসিমরা প্রাণ দিয়ে আমাদের নতুন দেশ উপহার দিয়েছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেন, বাঁশখালীতে একটি স্টেডিয়ামের জরুরি প্রয়োজন রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামকে উদ্দেশ করে তিনি নির্বাচনের আগেই জেলা মানের একটি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

খেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ইমরানুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন রেফারি বিটুরাজ বড়ুয়া। খেলায় বৈলছড়ির ফরহাদ সর্বোচ্চ গোলদাতা, রুবেল ম্যান অব দ্যা ম্যাচ, আবু সাঈদ সেরা গোলরক্ষক এবং হেলাল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে সরল যুব বিভাগ একাদশকে পুরস্কৃত করা হয়। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের দায়িত্বশীল অধ্যাপক শহিদ উল্লাহ,ব্যবসায়ী আব্দুস শুক্কুর কোম্পানী, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিন সহ উপজেলা জামায়াত, যুব বিভাগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধবিভাগীয় সিরিজ রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন