বাঁশখালীতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন গতকাল শনিবার কালীপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আল্লামা শাহ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যদে আবু নোমান। উপজলো জামায়াত সেক্রেটারী আরিফ উল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. নিজাম উদ্দীন, মাওলানা আবদুর রহমান, অধ্যক্ষ বদরুল হক, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহাম্মদ নাছের, ফজলুল করিম জিহাদী, নুরুল হক সুজিশ। বক্তব্য রাখেন শহীদুল মোস্তফা, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, আহমদ নজির, মীর আহমদ আনসারী, মুনিরুল আলম, মোশাররফ হোসাইন, আবু বকর, আজিজুল ইসলাম, আবু তাহের, এনামুল হক জিহাদী, এজাজ আহমদ, মুনিরুল হক খলিলী, আখতারুজ্জামান, অ্যাডভোকটে জি.এম সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাতির ওপর চেপে বসা ফ্যাসিস্ট সরকার দেশের আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। নেতৃবৃন্দ ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।