বাঁশখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। সঞ্চালনা করেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ। গতকাল শনিবার সকালে উপজেলার সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর সাদেক। এ সময় তিনি দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বাঁশখালীর সংসদীয় আসনে (চট্টগ্রাম–১৬) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা দেন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, আবু নাছের, শহিদুল মোস্তফা, মোক্তার হোসাইন সিকদার, আব্দুর রহিম, ফরমানুর রহমান জাহিন, আব্দুর রহিম ছানুবী, আবু তাহের, মহিউদ্দিন, জি এম সাইফুল ইসলাম, শহিদুল্লাহ, শহিদুল ইসলাম, মর্তুজা আলী ও মামুনুর রশিদ প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল পর্যায়ে নেতৃত্ব মেনে চলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। আল্লাহভীরু লোক তৈরি করতে হবে। সমাজের প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দীন প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিতে হবে। তাহলেই সমাজ তথা দেশ থেকে দুর্নীতি, জুলুম ও অত্যাচার দূর হবে। এবং ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করা সম্ভব হবে।