জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত এবং সদ্য কারামুক্ত নেতা–কর্মীদের গণসংবর্ধনা গত সোমবার শীলকূপের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুবী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ সোলাইমান, কারামুক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, আইয়ুবুল ইসলাম। কারামুক্ত অনেকেই কারাগারের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বলেন, আমাদের কোনো অপরাধ ছিল না। শুধু ইসলামী আন্দোলনের কর্মী ছিলাম। গভীর রাতে আমাদের ঘুম ভাঙিয়ে ঘর থেকে বের করে জেল হাজতে পাঠিয়ে দেন পুলিশ। তারা অভিযোগ করে বলেন, কারাগারের মতো জায়গাটাও আমাদের জন্য নিরাপদ ছিল না। এ সময় উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি, ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।