বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও সভা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাঁশখালী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত বুধবার র‌্যালি ও পোনামাছ অবমুক্ত করণ ও আলোচনা সভা আয়োজন করা হয়।

সভা উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি ) মো. আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মেরিন ফিশারীজ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমানে মাছের উৎপাদন আশানুরূপ হচ্ছে উল্লেখ করে সকল জলাশয়ে মাছের চাষ করার আহবান জানান। এসময় সফল মৎস্য চাষি হিসেবে তারিকুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ হোসাইন কে সম্মাননা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা