বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিল

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ at ৩:০০ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ৭১ এর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলাস্থ বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।

প্রধান বক্তা ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল।

এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ন্যাশনাল হাসপাতালের ডাইরেক্টর ডা. আমজাদ হোসেন, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনী, মাওলানা ফয়জুল্লাহ।

জাতীয় নাগরিক কমিটির বাঁশখালী উপজেলার সাকিবুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দিন, তাওহীদুল ইসলাম, আব্দুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবরারুল করিম নিহাল, শোয়াইবুল ইসলাম প্রমূখসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বাঁশখালী উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসসহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বাঁশখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন,এত বছর ধরে যে বাঁশখালীকে আমরা দেখে এসেছি সামনে সেই বাঁশখালীকে আমরা আর দেখতে চাই না,অর্থাৎ পরিবর্তনের মধ্য দিয়ে বাঁশখালীকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধমা-বাবা ঘরে না থাকার সুযোগে কিশোরীকে ধর্ষণ, চকরিয়ায় যুবক আটক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে আবারো সড়ক অবরোধ