বাঁশখালীর কাথরিয়ায় জমি নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের ১৩ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন দিদারুল আলম (২৭), মো. হোসেন (৩৭), মো. আছন (৪০), জাকের আহমদ (৬৮), মো. বাহাদুর (৩৬), মো. সাকিল (২০), আবদুল গনি (৪০), মো. ছৈয়দ (৫৬), মো. শহিদ (২৮), মর্তুজা বেগম (৬৩), মো. ওসমান (৫০), রেহেনা বেগম (৪০) ও রাশেদুল ইসলাম (২৬)। তাদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব বিশ্বাস।
স্থানীয়রা জানান, কাথরিয়ার ৫ নং ওয়ার্ডে জাকের আহমদ ও মো. হারুন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা একে অন্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বলে জানা যায়।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে শুনেছি। অভিযোগ কিংবা মামলা দিলে সংঘর্ষের কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা বলে।












