বাঁশখালীতে জমির টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ২:৩৪ অপরাহ্ণ

কৃষি জমির উর্বর টপসয়েল রক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

অভিযানে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫নং ওয়ার্ড এলাকায় আবাদযোগ্য জমির উপরিভাগ কর্তনপূর্বক স্তূপ করে রাখার অপরাধে শফিউল আজম (৪৭) নামক একজনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান পূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অভিযানের সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, কৃষিজমির উর্বরতা বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দৌড়ে পালানোর সময় তিন ভারতীয় নাগরিক আটক