বাঁশখালীতে আদালতের নির্দেশে জব্দ করা ২ হাজার ১০০ ঘনফুট বালু প্রাকৃতিক ছড়ায় মিশিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে এ কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন পুঁইছড়ি বন বিট এলাকায় পুইছড়ি প্রাকৃতিক ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এসব বালু জব্দ করা হয়। এ ঘটনায় পিওআর মামলা নম্বর ৭/পুই/১৮/জলদী অব/২০২৫–২০২৬ এবং সি.আর. নম্বর ১৯১০/২৫ দায়ের করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার সকালে জব্দকৃত বালু প্রাকৃতিক ছড়ায় ফিরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, পুঁইছড়ি বিট কর্মকর্তা কামরুল ইসলাম, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক মো. ইসরাঈল হক, ফরেস্ট রেঞ্জারসহ পুঁইছড়ি বিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বন মামলা পরিচালক ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, বন ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগের বন্যপ্রাণী বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, বাঁশখালীর সর্বদক্ষিণে অবস্থিত পুঁইছড়ি পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অতীতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছিল।












