বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি কেন্দ্রীয় নেতা নসির উদ্দিন পাটোয়ারীর আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী চেয়ারম্যানের নির্দেশে শনিবার রাতে বাঁশখালীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে এই প্রতিবাদ ও মশাল মিছিল বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সারোয়ার আলম, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হাজী ছাবের আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি ডাক্তার আকবর, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেম্বার ফজল কাদের, চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সরকারি আলাওল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতারা মিয়া
পরবর্তী নিবন্ধক্যানভাস স্যোশাল অর্গানাজেশনের বৃক্ষরোপণ কর্মসূচি