বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে হাটহাজারী খেলোয়াড় সমিতি এবং বাঁশখালী ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বীতা করে। গতকাল বিকেলে উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাঁশখালী ফুটবল একাডেমিকে ৪-২ গোলে পরাজিত করে হাটহাজারী খেলোয়াড় সমিতি।
চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান, বাঁশখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতলব কালু। টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করছে।