বাঁশখালীতে চেয়ারম্যান পদ থেকে দাঁড়ালেন আরেক প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র ৩দিন বাকী। এরই মধ্যে নিজের অসুস্থতার কারণে নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল। তিনি রবিবার বিকালে চট্টগ্রামের একটি বেমরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিডিয়াকর্মীদের কাছে নিজের প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান। বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী থাকলেও এর আগে গত ১৯মে প্রার্থিতা প্রত্যাহার করেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার। দুই প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের পর এখন চেয়ারম্যান পদে লড়ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম দোয়াতকলম প্রতীকে, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী ঘোড়া প্রতীকে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.ইমরানুল হক ইমরান আনারস প্রতীকে এই তিনজন। এছাড়া মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩ জন ও ভাইসচেয়ারম্যান পদে ৭জনসহ ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পূর্ববর্তী নিবন্ধহাট বাড়েনি, বাড়ছে আয়
পরবর্তী নিবন্ধতৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, টেক্সি চালককে ধরে পুলিশে দিল জনতা