বাঁশখালীতে চা দোকান শ্রমিকের আত্মহত্যা!

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:১৭ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টারপাড়ায় সুমন দে (৩৫) নামে এক চা দোকান শ্রমিক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে বাড়ির কাছেই কাঁঠাল গাছের সাথে ঝুলে আত্মহত্যা করলে পুলিশ আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিকভাবে স্থানীয় ও প্রতিবেশীদের সূত্রে তিনি পারিবারিক বিরোধ ও অর্থনৈতিক দৈন্যতার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রচার হলেও পুলিশ বলছে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বাঁশখালী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বিমল দে’র পুত্র সুমন দে থানার সামনে একটি চায়ের দোকানে কাজ করতেন। তাদের সংসারে ২ সন্তান রয়েছে।
মঙ্গলবার রাতে বাড়িতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের কাঁঠাল গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। ৎ
পরিবারের লোকজন তার লাশ দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আজ বুধবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করে ।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “খবর পেয়ে থানা পুলিশ সুমন দে’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।”

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৫ অবৈধ ইটভাটা ধ্বংস
পরবর্তী নিবন্ধরামুতে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা