বাঁশখালীতে চারজনকে কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলন

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের নাপোড়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে চারজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় একটি বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। গত বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন জানান, পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকার ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ বালু ও পাহাড়ি মাটি কাটায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির জার্নালিজম বিভাগে মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধন