বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০পরিবারের মাঝে ১বান টেউটিন এবং ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে ঢেউটিন এবং টাকা বিতরণ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ,

প্রকৌশলী লিপটন , মোহাম্মদ ইউসুফসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় হামুনের ফলে নিহত ২ জনের পরিবারের সদস্যদের মাঝে ২৫ হাজার করে টাকা, ১ হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য এবং গো খাদ্য সহ ক্ষতিগ্রস্তদের বিতরণের জন্য ৩৫ টন জি আর চাল বরাদ্দ দেওয়া হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় হামুনের ফলে বাঁশখালীতে ২জন নিহত, ১৮৫ জন আহত হয়,২ হাজার ৮৯০টি কাচাঁ বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৫ হাজার ৩৪৫ টি, ১ হাজার ১৯ হেক্টর জমির ফসল এবং বিভিন্ন পুকুরের মাছ ভেসে যায়। এ ছাড়া পল্লী বিদ্যুতের জোনাল বাঁশখালী অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ জানান,ঘূর্ণিঝড় হামুনের ফলে বাঁশখালীতে বিদ্যুতের ৩৩ কেভি লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে উপজেলা সদর সহ কিছু এলাকা বিদ্যুৎ সংযোগ শুরু হলেও অধিকাংশ এলাকা এখন ও বিদ্যুৎ বিহীন রয়েছে।উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় হামুনের ফলে বাঁশখালীতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বরত ট্যাগ অফিসারদের সহযোগিতায় ক্ষয়ক্ষতি নিরুপন এবং সরেজমিনে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ও জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে এম.ই.এস কলেজ ছাত্রলীগের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকাপাসগোলায় কর্মজীবী ও বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম