বাঁশখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেল ৭ দিনের খাদ্য সামগ্রী

রেড ক্রিসেন্টের উদ্যোগ

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বাঁশখালীর ঘূর্ণিদুর্গত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গশকাল শুক্রবার বাঁশখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে ৭ দিনের ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ প্রদান করা হয়।

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ও ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশসহ যুব কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা। এসময় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে চাল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমইএস কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপরিবেশ নিয়ে কাজ করতে গেলে নিজেকে পরিবেশবান্ধব হতে হবে