বাঁশখালীতে বিশেষ অভিযানে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮নং ওয়ার্ডের ছৈয়দ আহমদের পুত্র মো. ছগির মাহমুদ (৩০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ৩নং ওয়ার্ড এলাকার আব্দুল গণির পুত্র আলী আকবর (৩৫), বাহারছড়া ইউপির পশ্চিম চাপাছড়ি ৮নং ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র নুরুল মোস্তাকিম শিপন (২৬)। বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।