বাঁশখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে জেসমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চন্দ্রপুর বড়পোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার ফজল কাদেরের স্ত্রী।

জানা যায়, নিহত জেসমিন আক্তারের স্বামী দ্বিতীয় বিয়ে করলে কলহ শুরু হয়। তারই ধারাবাহিকতায় স্বামী ফজল কাদেরের সাথে ঝগড়া হয় গত রোববার রাতে। গতকাল সোমবার জেসমিন আক্তারের তার বড় ছেলে মাদ্রাসা শেষে বাড়ি ফিরে তার মাকে ঘরের চালের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, স্বামী ফজল কাদেরের বাড়ি গন্ডামারায় আর নিহত জেসমিন আক্তারের বাড়ি শেখেরখীলে। তারা পুকুরিয়ার পাহাড়ি এলাকা চন্দ্রপুর বড়পোড়া এলাকায় একটা বেড়ার ঘরে বসবাস করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে নিহত জেসমিন আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসির বক্তব্যের প্রতিবাদ সরকারের
পরবর্তী নিবন্ধআমরা ভারতকে হারাতে পারব