বাঁশখালীতে আজ রবিবার (৯ জানুয়ারি) সকালে এস আলম সার্ভিসের একটি গাড়ির চাপায় এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে।
আহত সাকিব হোছাইন রিয়াদ(১৩) কালীপুর ইউনিয়নে অবস্থিত আহমদিয়া ডলমপীর(র:) সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গুনাগরীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাপাতালে নেওয়া হয়।
তার অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
আহমদিয়া ডলমপীর (র:) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম ঘটনার সত্যতা শিকার করে দোষীদের দৃষ্টান্তমুলক শান্তি কামনা করেন এবং আর কোনো ছাত্র-ছাত্রী যাতে এ ধরনের ঘটনার শিকার না হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে, আজ রবিবার সকালে বাঁশখালী প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথায় এক সিএনজিচালিত অটোরিকশা দুঘটনার শিকার হয়ে কয়েক যাত্রী আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানান।