বাঁশখালীতে খৎনা ও চিকিৎসা ক্যাম্প

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালী পুকুরিয়ার আবু তাহের জিহাদী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দক্ষিণ হাজীগাঁও উত্তর বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী পুকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্টসেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদ উল্লাহ আদিল, শ্রমিক কল্যান ফেডারেশন মহানগরের কার্যকরী সদস্য আজিজুল হক, নূরুল আমিন সিকদার, জুবায়ের আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
পরবর্তী নিবন্ধডা. কিউ এম হারুনুর রশিদ