বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বলে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দীল মোহাম্মদের ছেলে জোবাইর হাসান (৪) বলে জানা গেছে।
আজ রবিবার (২০ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।
চাম্বল ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী পূর্ব চাম্বল গ্রামে এক শিশু পানিতে পড়ে মারা গেছে বলে জানিয়েছেন।
নিহত শিশু জোবাইর হাসানের চাচা মো. ছগির বলেন, “দুপুরে শিশুটির মা রান্নার কাজে ও পরিবারের লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় উঠানে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় জোবাইর। তার মা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবাইরকে মৃত ঘোষণা করেন।”
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিদারুল হক সাকিব বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।”