বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপে আওয়ামী লীগ প্রতিনিধি দল

হামলাকারীদের এবার ছাড় নয়

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চাম্বল ও থানা সদরের কালীবাড়ি এলাকায় গতকাল রোববার সকালে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সাথে প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম, দপ্তর সম্পাদক জাফর আহমদ, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বোরহান উদ্দিন, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম.শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান
মুজিবুল হক চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোঃ হামিদ উল্লাহ, পূজা পরিষদ নেতা প্রদীপ কুমার গুহ প্রমুখ। এসময় তাদের সাথে আরো ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রতিনিধি দলটি প্রথমে উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে এসে পৌঁছালে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সবাইকে ফুল দিয়ে বরণ করেন। সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যরা চাম্বলের জেলে পাড়া করুণাময়ী পূজামণ্ডপে হামলায় ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কমিটির সভাপতি গুরুধন জলদাশ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, পর পর দু’বার সংসদ সদস্য থাকাকালীন কাউকে অন্যায়ভাবে কষ্ট কিংবা মামলা দিয়েছি কেউ বলতে পারবে না। তাই কেউ অন্যায় করলে তাদের এবার কোনো অবস্থায় ছাড় দেব না। ওয়াশিকা আয়েশা খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যারা হামলা করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। এসময় মণ্ডপে হামলার ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। পরে প্রতিনিধি দলের সদস্যরা থানার সামনে কেন্দ্রীয় কালীবাড়ি এলাকা পরিদর্শন করেন এবং কালীবাড়ির পুরোহিত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, প্রণব কুমার দাশ, পূজা পরিষদের নেতা ঝুন্টু দাশ, উত্তম কারণ, ঋষিকেশ বিশ্বাস, ত্রিদীপ মজুমদার, রাকেশ দাশ, সজল দাশ, শংকর ঘোষ, নান্টু দাশ, নন্দন শীল সহ অন্যান্য প্রতিনিধির সাথে ঘটনার ব্যাপারে কথা বলেন। এ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে স্থানীয় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার কথা জানিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর ডিসি এসপির অপসারণ চান রানা দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধফটিকছড়ির ১৪ ইউনিয়ন ৫৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৬২৫ জনের মনোনয়নপত্র জমা