বাঁশখালীতে অভিযান চালিয়ে অনলাইন সিটিজি ক্রাইম টিভির আজগর আলী মানিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজগর কাথরিয়ার মৃত রফিক আহমদের ছেলে। গ্রেপ্তার অন্যজন হলেন, গন্ডামারা ইউপির কবির আহমদের ছেলে নাছির উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, আজগর আলী মানিকের বিরুদ্ধে বাঁশখালী, চট্টগ্রামের পাঁচলাইশ, বায়জিদ থানায় কয়েকটি মামলা রয়েছে। মামলার গ্রেফতারি পরোয়ানামূলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া গন্ডামারা ইউপির নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।