বাঁশখালীতে কে এম ছমিউদ্দিন ফাউন্ডেশনের শিক্ষার্থী সংবর্ধনা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুরে কে.এম. ছমিউদ্দিন ফাউন্ডেশনের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

সভায় অতিথি ছিলেন রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলাইমান, সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক চৌধুরী, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ঋষিকেশ ভট্রাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কে.এম. ছমিউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল। বাঁশখালী মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজের অধ্যাপক তুষার কান্তি ভারতীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম মঈন উদ্দিন, নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্বাস উদ্দিন আহমদ, শিক্ষক প্রদ্যুৎ মিত্র চৌধুরী। অনুষ্ঠানে ৫১ জন প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা এবং কে.এম. ছমিউদ্দিন ফাউন্ডেশনের মুখপত্র ‘আলোকশিখা’ প্রকাশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত অবস্থায় বিশ হাজার ইয়াবা জব্দ