বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসএসিপি প্রকল্পের আওতায় কৃষাণ কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বৈলছড়ি ইউনিয়ন বীজাগার/ফিয়াক অফিসে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ- পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক একেএম মনিরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক। এসময় সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গণি ছিদ্দিকী, বিধান কান্তি দাশ, সুরনজিত রুদ্রসহ দায়িত্বশীল কর্মকর্তাসহ ৩০ জন কৃষাণ কৃষাণী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। আগাম টমোটো চাষ, ফুলকপি চাষসহ অন্যান্য ফসলের চাষাবাদ ও বাজারজাত করণ সম্পর্কে আলোচনা করা হয়।