বাঁশখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১২:০৯ অপরাহ্ণ

বাঁশখালীতে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান

 

চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফ, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন, কাউন্সিলর আকতার হোসেন, কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র, ওসমান গণি সিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নানা মুখী পদক্ষেপ গ্রহন করেছেন। দেশ যাতে

কৃষিতে স্বনির্ভর হয় তার জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৩০০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবুল কাসেম
পরবর্তী নিবন্ধ‘স্মার্ট পটিয়া বেস্ট আইডিয়া এওয়ার্ড’ ঘোষণা