বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি এবং আলিম পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী এই শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র প্রদান করে সম্মানিত করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিমের আওতায় এই পুরস্কার প্রদান করা হয়।

বাঁশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

চাম্বল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এহেছানুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা কর্মকর্তা জিসান আহমদ চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ,পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশেক এলাহি সোহেল, কামাল উদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান আহমদ, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রংগিয়াঘোনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল, মাষ্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুল ইসলাম, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামশেদুল আলম বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য গর্বের। সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক হবে।

তিনি এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ায়। তারা এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ইউপি সদস্য বাহাদুর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা