বাঁশখালীতে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার সম্পন্ন হয়েছে। শেষ দিনে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ..ম শাহাদত আলম, খানখানাবাদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়

বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগের দিন শনিবার বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম ওমর গনি এম এইস এস কলেজের অধ্যক্ষ আ..ম সরওয়ার আলমের সভাপতিত্বে এতে প্রধান

অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ..ম শাহাদত আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ, অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও কালীপুরের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ফেজু,বিদ্যালয়ের ভবন দাতা শফিকুল ইসলাম নিজাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, মহিউদ্দিন চৌধুরী খোকা,

শ্যামল কান্তি দাশ, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ..ম ফরহাদুল আলম। বিদ্যালয়ের শিক্ষক রনধীর দে’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক,কৃঞ্চ প্রসাদ সেন,

মোজাফ্‌ফর আহমদ,রফিকুল আলম, শোয়াইবুর রহমান, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন,জুবাইর জসীম, নান্টু দাশ,নিমুল রুদ্র, ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা, জালাল উদ্দিন ঝিনুক, মো. লোকমান, মো. ইমন, রিপন ভট্টাচার্য। সভার শুরুতে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান প্রিমিয়ার ফুটবলে ব্ল্যাক ডেভিলস চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধঅজেয় ব্রাদার্সকে হারের স্বাদ দিল ইস্পাহানী