বাঁশখালীতে কালাম হত্যা মামলার আসামি আটক

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালী সরলের আবুল কালাম হত্যা মামলার আসামি আবদুল করিম (৩৫)কে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বাঁশখালী থানা পুলিশের এসআই আকতার হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ কাথরিয়া চুনতি বাজারের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে সরলের আবুল কালামকে হত্যা করা হয়।
এ মামলার অন্যতম আসামি আবদুল করিম দীর্ঘদিন আত্মগোপন করে থাকে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল করিমকে আটক করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসেলুন মালিক কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধপৃথক অভিযান নগরীতে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২