বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার প্রেম বাজারস্থ আঞ্চলিক মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু ফাহিম উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ী ৪ নম্বর ওয়ার্ড এলাকায় আব্দু রহিম ড্রাইভারের একমাত্র ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশুটি তার মামার সাথে সিএনজি যোগে নানার বাড়ি যাওয়া পথে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে আসা বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধ‘পদত্যাগ’ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া