বাঁশখালীতে কাথরিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:২১ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কাথরিয়া মুন্দার বাড়ি সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কদমরসুল শেখ রাসেল স্মৃতি সংসদ ও বাঁশখালী সিএনজি সমিতির মধ্যেকার খেলা নির্দিষ্ট সময়ে গোলশুন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে কদমরসুল শেখ রাসেল স্মৃতি সংসদ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরী আলাল। খেলার উম্ভোধক ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস.এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন। বিশেষ অতিথি ছিলেন আবদুল মান্নান, মোহাম্মদ ইব্রাহিম, মো. আবু তৈয়ব, রায়হানুল ইসলাম বাচ্চু, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, আবদুর রশিদ সিকদার,আশেক এলাহী সোহেল, আবু তালেব চৌধুরী, ইমরান খান রুবেল, এনামুল হক চৌধুরী, আব্দু শুক্কুর, আলী আকবর প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল করিম, সহকারি ছিলেন মিজানুর রহমান, রিদুয়ান মোর্শেদ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে চট্টগ্রাম বিভাগীয় দল গঠন
পরবর্তী নিবন্ধমাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে নাইনটিজ উইলোজ