বাঁশখালীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা হেলথ ক্যাম্প

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা হেলথ ক্যাম্প গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক ,উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডা. রাশেদুল ইসলাম, ডা. তামান্না আশরাফী, কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি প্রমুখ। অনুষ্ঠানে ৭৫০জন কর্মজীবী ল্যাকটেটিং মাদারকে সহায়তা হিসাবে সাবান, ওর স্যালাইন,ডানো দুধ প্রদান করা হয়। সদস্য সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার সকল নাগরিকের অধিকার সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে । তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা হেলথ ক্যাম্পের মাধ্যমে সাবান, ওর স্যালাইন,ডানো দুধ প্রদান করা হচ্ছে । তিনি এধারাবাহিকতায় বজায় রাখতে ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধরানি এলিজাবেথের উইল গোপন থাকবে অন্তত ৯০ বছর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বিদেশি সিগারেট ও ইয়াবাসহ আটক ২