বাঁশখালীতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ১১:০০ অপরাহ্ণ

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন মাদরাসা, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। বাঁশখালী উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা, জলদি হোসাইনীয়া কামিল মাদরাসা, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা, পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানীয়া ফাযিল মাদরাসা, শেখেরখীল দারুস সালাম আদর্শ আলিম মাদরাসা, আহমদিয়া ডলমপীর (রহ.) আলিম মাদরাসা, পালেগ্রাম হাকিম মিয়া আলিম মাদরাসা, দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদীয়া দাখিল মাদরাসা, উপকূলীয় ছনুয়া হোছাইনীয়া দাখিল মাদরাসা, বাংলাবাজার শাহ আমানত দাখিল মাদরাসা, শেখেরখীল ইসলামীয়া দাখিল মাদরাসা, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদরাসা, পুকুরিয়া আনছারুল উলুম ফাযিল মাদরাসা, মাস্টার নজির আহমদ কলেজসহ অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিশেষ সূত্রে জানা যায়, বাঁশখালীতে মোট ২১টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এরমধ্যে কামিল মাদরাসা ২টি, ফাযিল ৫টি, আলিম ৪টি ও দাখিল ১০টি। এসব প্রতিষ্ঠানে ৫০০-রও বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

জলদী হোছাইনীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু রাশেদ মোহাম্মদ মোজাম্মেল বলেন, আমরা সরকারের কাছে কোনো অন্যায় দাবি করছি না। বর্তমান বাজার পরিস্থিতিতে শিক্ষকদের বেতনভাতা অপ্রতুল। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই আমরা ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। সরকারের প্রতি আমাদের একটাই আহ্বান- শিক্ষকদের মৌলিক চাহিদা পূরণ করে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখুন।

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, বাঁশখালীতে স্কুল পর্যায়ে কর্মবিরতি হচ্ছে না। তবে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া,১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ চট্টগ্রামের এমপিওভুক্ত সকল মাদরাসায় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

তিনি আরও বলেন,শিক্ষক জাতি গঠনের কারিগর। শিক্ষকদের অবমূল্যায়ন করে মানসম্মত শিক্ষা সম্ভব নয়। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি- শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করুন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হাক্কানী বলেন, শিক্ষকরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করছেন।কিন্তু আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা অমানবিক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

এ বিষয়ে জানতে বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদকে কে ফোন দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী থেকে দেশীয় এক নলা বন্দুক উদ্ধার