বাঁশখালীতে মারধর করে এনজিও সংস্থা উদ্দীপনের গুনাগরী প্রধান শাখার ফিল্ড অফিসার শিমরান ওয়াদুদ (২৭) এর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিমরান আহত হয়েছে। বাড়ি সাতকানিয়ায় হলে সে বাঁশখালীতে চাকরি করে বলে জানা যায়। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর আশরাফ আলী বাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্দীপন গুনাগরী প্রধান শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। আহত শিমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়। উদ্দীপন কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ সাধনপুর এলাকায় গুনাগরীস্থ উদ্দীপন প্রধান শাখার ফিল্ড অফিসার শিমরান কেন্দ্রের সকল সদস্যের টাকা তুলে হিসাব শেষ করে অন্য কেন্দ্রের উদ্দেশে যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী তাকে পথরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে মুখে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় এবং ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনও পর্যন্ত থানায় কোন মামলা হয়নি না বলে এনজিও সংস্থা উদ্দীপনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান।