চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭.৫০ মিনিটে উপজেলার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার বেরাইদেরচালা ৭ নম্বর মাওনা ইউপির মোঃ মোমিনের পুত্র মোঃ মাঈন উদ্দীন (৩০), একই থানার বড়মি ইউপির সাতখামাইর ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের পুত্র মোকাররম মিয়া প্রকাশ মোশাররফ (২৬), ময়মনসিংহ জেলার সদর থানার কুষ্টিয়া বিদ্যাগঞ্জ বাজার ইউনিয়নের ৬ ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র মোঃ মিনহাজুল হাসান মিলন(৩০), একই জেলার নান্দাইল থানার বীর বেতাগো ইউপির আতারামপুর ইদ্রিস কামালে কন্যা তামান্না আকতার (১৯) কে পুলিশ গ্রেফতার করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১৯৪০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।